লিপি
লিখেছে ".....একজন শিক্ষককে কানে ধরে উঠবস করিয়েছে সেলিম ওসমান....অভিযোগ
সেই গৎবাঁধা, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, একজন ছাত্র বলেছে। ছাত্রের কথায়
প্রধান শিক্ষকের এই শাস্তি। এ নিয়ে বন্ধুমহলে তেমন একটা প্রতিক্রিয়া
নেই............কেন? শিক্ষক হিন্দু বলে? ইসলামের কথা আসছে বলে? নাকি তোমরা
এখনও ফুল-বেল-লতা-পাতা-শাড়ি-গয়না -সেলফি নিয়েই আছো? তোমাদের কিছুই যায় আসে না। যেমন যায় আসে না বৌদ্ধভিক্ষুকে মেরে ফেললে, বা ব্লগার খুন হলে। এটা কি তোমাদের জ্ঞানের সীমাবদ্ধতা? নাকি গা বাঁচিয়ে স্বার্থ হাসিলের চিন্তা?
....চিনে রাখছি সবাইকে।"
প্রশ্নটা মনে হয় অন্য জায়গায়। রাজনীতি দূরদৃষ্টি সম্পন্ন হলে এমনটা হবার কথা ছিল না। সবাই ব্যস্ত বর্তমান নিয়ে। জানি না শিক্ষক কি বলেছেন, তবে ছাত্রের কথায় শিক্ষক কে কান ধরে উঠানো- বসানো শুধু হিন্দু নয়, সমস্ত শিক্ষক সমাজের জন্যই লজ্জা জনক। তবে মুসলমান ছাত্র বলে কথা। দেশের নেতৃত্ব কি বুঝতে পারেন - এভাবে তারা দেশে এমন এক যুবসমাজ গড়ে তুলছে যারা মনে করবে তাদের কথাই শেষ কথা - যারা ভাববে শুধু মাত্র ইসলামের দোহাই দিয়ে তারা যা খুশি তাই করতে পারবে? পাকিস্তানেও জেনারেল জিয়াউল হকের উদ্যোগে এমন করেই সব শুরু হয়েছিল। এরশাদ দিল রাষ্ট্র ধর্ম, বর্তমান সরকার ৫৭ ধারা - যা বানের জলের মত সব মুক্ত চিন্তা - স্বাধীনতার সব অর্জনগুলো ধুয়ে মুছে নিয়ে যাবে আর সেই সাথে আজ যারা চোখ বন্ধ করে এসব কাজকে পারত পক্ষে উত্সাহিত করছে তাদেরকেউ।
....চিনে রাখছি সবাইকে।"
প্রশ্নটা মনে হয় অন্য জায়গায়। রাজনীতি দূরদৃষ্টি সম্পন্ন হলে এমনটা হবার কথা ছিল না। সবাই ব্যস্ত বর্তমান নিয়ে। জানি না শিক্ষক কি বলেছেন, তবে ছাত্রের কথায় শিক্ষক কে কান ধরে উঠানো- বসানো শুধু হিন্দু নয়, সমস্ত শিক্ষক সমাজের জন্যই লজ্জা জনক। তবে মুসলমান ছাত্র বলে কথা। দেশের নেতৃত্ব কি বুঝতে পারেন - এভাবে তারা দেশে এমন এক যুবসমাজ গড়ে তুলছে যারা মনে করবে তাদের কথাই শেষ কথা - যারা ভাববে শুধু মাত্র ইসলামের দোহাই দিয়ে তারা যা খুশি তাই করতে পারবে? পাকিস্তানেও জেনারেল জিয়াউল হকের উদ্যোগে এমন করেই সব শুরু হয়েছিল। এরশাদ দিল রাষ্ট্র ধর্ম, বর্তমান সরকার ৫৭ ধারা - যা বানের জলের মত সব মুক্ত চিন্তা - স্বাধীনতার সব অর্জনগুলো ধুয়ে মুছে নিয়ে যাবে আর সেই সাথে আজ যারা চোখ বন্ধ করে এসব কাজকে পারত পক্ষে উত্সাহিত করছে তাদেরকেউ।
No comments:
Post a Comment