Wednesday, June 22, 2016

"ক্রস ফায়ারে প্রাতঃরাশ"


আশির দশকের কথা। দেশ থেকে প্রায়ই আসতেন তখন বন্ধুরা মস্কো বেড়াতে। ছাত্র ইউনিয়ন, খেলাঘর, ক্ষেতমজুর, কৃষক, মহিলা আন্দোলন তখন চলছে সারা দেশে - আন্দোলনের এক স্বর্ণ যুগ যেন। এক বন্ধু বলছিলেন, যারা নারী নির্যাতন বিরোধী আন্দোলন করে, তারা অনেক সময়ই সংক্ষেপে বলে "নারী নির্যাতন করছি"।
আজকে দেশে যে অবস্থা তাতে যদি কেউ বলে
"ক্রস ফায়ারে বসে দুটো ধর্ষণ, তিনটে জোড়া খুন আরদুই বিঘা জমি দখলের মধ্য দিয়ে প্রাতঃরাশটা আজ বেশ হলো"
তাহলেও কি ঐ "নারী নির্যাতন করছি" বলার মতো শোনাবে না? পত্রিকায় তো আজ কাল শুধু উন্নয়নের খবর!

No comments:

Post a Comment