Monday, June 27, 2016

মেঘের ফোঁকরে আটকে পরা আলো





অনেক দিন পরে আবার একা । ১০ জুন থেকে আজ পর্যন্ত কেউ না কেউ ছিল - গতকাল সেভা গেলো সামার ক্যাম্পে  আজ মনিকা মস্কো চলে গেলো। অনেক দিন পর আবার দল পুড়লো। গত পরশু অবশ্য মুরগী পুড়ে গেছিলো, সেভা  বললো ও একটু পোড়া খাবার পছন্দ করে, তবে মুরগিটা খুব শক্ত হয়ে গেছে, তাই খেলো না। আর আমি ওর ক্যাম্পে চলে যাবার আগে অনেক যত্ন করে রাঁধতে গেছিলাম। তবে দল যেভাবে পুড়লো সেটা খুবই রহস্যজনক। পুড়লো, তবু সেদ্ধ হলো না - একেই হয়তো বলে ভাঙবে কিন্তু মচকাবে না। জ্যাকবে, বয়েই গেছে আমার ডাল  খেতে - পাত্রটা পরিষ্কার করতে হয়ে এই যা ঝামেলা। আকাশ মেঘলা, মেঘের ফোঁকরে অনেক আগে ডুবে যাওয়া (এখন রাত ১১.৩০) সূর্য্যের এক চিলতে আলো আটকে গেছে। বরং ওটাই তুলে রাখি। 

দুবনা, ২৭ জুন, ২০১৬


No comments:

Post a Comment