"আওয়ামিলীগের তৃণমূল নেতাদের মনের কথা শুনতে চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানতে চান জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের মাঠ পর্যায়ের বর্তমান চিত্র।"
উদ্যোগটা ভালো, তবে এলাকায় নেতৃত্বে আছে আসল ক্যাডার নয়, মালদার পার্টির যাদের অনেকেই দলকে ব্যবহার করে ব্যবসায়িক কারণে - আসলে এরা কাজ করে বিরোধী দলের পক্ষে। তাই দ্বিতীয় দিনে শোনা যাবে চাটুকারিতা আর তার উপর ভিত্তি করে যদি রাজনৈতিক কর্মকান্ড গ্রহণ করা হয় তাহলেই হলো। আসলে দরকার যারা ঐতিহ্যগত ভাবে আওয়ামী লীগ করছে যুগ যুগ ধরে সেইসব তৃণমূল কর্মীদের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা। ঢাকায় ডেকে নয়, এলাকায় গিয়ে কথা বলুন - বিশ্বস্ত কেন্দ্রীয় নেতাদের পাঠান ওখানে - নইলে আপনাদের হবে নৌকাডুবি আর দেশের জাহাজডুবি।
বি:দ্র: অবাক চেয়ে দেখি দশ লাইনের লেখা আওয়ামি লীগ আর আওয়ামী লীগ দেখে। এটা পত্রিকা ভুল করে করে - তবে দলের বর্তমান চরিত্র নামের বিভ্রান্তির সুযোগটা নিজেই করে দেয়।
দুবনা, ১ জুলাই ২০১৬
No comments:
Post a Comment