সিপিবির অনেকেই গণভোটের বিপক্ষে তাদের মতামত প্রকাশ করছেন বিভিন্ন যুক্তিতে। শুধু সিপিবি কেন এর বাইরেও অনেকেই সেটা করছেন বর্তমান সংবিধানে গণ ভোটের অপশন নেই বলে। অনেক লেখার পাশাপাশি দেখলাম মুজাহিদুল ইসলাম সেলিমের একটি লেখা কে যেন শেয়ার করেছে - যেখানে তিনি গনভোট অপ্রয়োজনীয় বলে মত দিয়েছেন। বিষয়টি দেখে একটু খটকা লাগলো, কেননা এর আগে উনি নিজে ঐকমত্য কমিশনে রতনের বক্তব্য শেয়ার করেছেন যেখানে রতন পারতপক্ষে গণভোটের পক্ষে মত দিয়েছে। তবে ওনার ভেরিফাইড পেজে গিয়ে গণভোটের বিপক্ষে কিছু না দেখে উনি গনভোট প্রশ্নে কী মত প্রকাশ করেন সেটা জানার ইচ্ছে হল। আমার ধারণা সিপিবির উচিৎ এসব প্রশ্নে কেন্দ্রীয় ভাবে তাদের বক্তব্য স্পষ্ট করে জানানো। আমার মনে হয় ঐকমত্য কমিশন আসলে সংবিধান প্রশ্নে গনভোটের আওয়াজ তুলে সংবিধানের গণ ধর্ষণের আয়োজন করছে।
দুবনা, ১০ অক্টোবর ২০২৫
সহমত
ReplyDelete