ক্ষমতায় গেলে সবাই মনে হয় নবজাতক বনে যায়। সবাই নিজেদের নিষ্পাপ শিশু মনে করে। অনেকের তো চোখই ফুটে না। ফলে নিজেদের অপরাধ, ব্যর্থতা এসব তাদের চোখে পড়ে না। কারও কারও আবার চোখ ফুটলেও ভিন্ন সমস্যা - কাছের জিনিস দেখে না। ফলে অন্যদের দোষ চোখে পড়লেও নিজেদের দোষ চোখে পড়ে না। ক্ষমতার মনে হয় চোখের দোষ অথবা সব দোষ চোখের ডাক্তারদের যারা সময় মত ক্ষমতার চোখ ফুটিয়ে দেন না।
দুবনা, ০৪ মার্চ ২০২৫
No comments:
Post a Comment