ঐতিহাসিক বিচারে ২০২৪ এর বিপ্লবে লাভবান হবে মনে হয় মীর জাফর ও মোশতাক। কারণ এতদিন পর্যন্ত এই দুজনের স্থান ছিল ইতিহাসের আঁস্তাকুড়ে। কিন্তু সব দেখে মনে হয় বর্তমানে যারা ২০২৪ এর বিপ্লবের হালুয়া রুটি খাচ্ছে ক্ষমতার লম্বা টেবিলে বসে এমনকি ইতিহাসের আঁস্তাকুড়েও তাদের স্থান হবে না। এদের হাত ধরে মীর জাফর, মোশতাক কিছুটা হলেও জাতে উঠবে।
দুবনা, ২২ মার্চ ২০২৫
No comments:
Post a Comment