চলে গেলেন সনজীদা খাতুন। বাংলাদেশের সংস্কৃতি জগতে তিনি ছিলেন সিরিয়াসের মতই এক উজ্জ্বল নক্ষত্র। আমরা যারা সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করেছি এবং রুচিরা আপার সাথে পরিচিত ছিলাম, তাদের কাছে শিল্পী ও সংগঠকের বাইরেও তাঁর আরও একটা পরিচিতি ছিল - তিনি রুচিরা আপার মা। আমার অনেক বন্ধুই তাদের পরিবারের সাথে বিভিন্ন ভাবে ঘনিষ্ঠ ছিল, সেই সুত্রেও সেই ষাটের দশক থেকেই এই মহীয়সী মহিলার সংগ্রামের কথা কমবেশি জানি। এমনকি ২৪ এর পরিবর্তনের পর যে কটি সংগঠন এখনও বাংলা সংস্কৃতির প্রদীপ জ্বালিয়ে রেখেছিল এবং কোন ভাবেই নিজেকে কলুষিত করেনি তাদের অন্যতম ছায়ানট। মানুষ ততদিন পর্যন্তই বেঁচে থাকে যতদিন তাঁর কাজ অন্যদের পথ দেখায়। সেই আলো বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর অগণিত ছাত্রছাত্রীর, শুভানুধ্যায়ীর। দীর্ঘদিন ধরে যে আলোর মশাল তিনি বয়ে নিয়ে গেছেন আশা করি তাঁর গুনগ্রাহীরা সেটা এগিয়ে নিয়ে যাবে। একমাত্র সেটাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সব প্রস্থান প্রস্থান নয়, অনে প্রস্থান নতুন আঙ্গিকে ফিরে আসা। আপনাকে মনে থাকবে।
দুবনা, ২৫ মার্চ ২০২৫
No comments:
Post a Comment