Friday, March 14, 2025

প্রশ্ন

ছোটবেলায় অনেকে মিলে গাছে ঝাঁকি দিয়ে আম, বড়ই এসব পারতাম। আর তখন সবাই জানতাম যে ঝরে পড়া ফল তার পকেটেই যাবে যে হয় চতুর না হয় ভালো দৌড়ায় না হয় শক্তিশালী। যারা বলে জুলাই আগস্টের আন্দোলনের ফসল যে এভাবে বেহাত হয়ে যাবে সেটা জানত না তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়।

দুবনা, ১৪ মার্চ ২০২৫

No comments:

Post a Comment