দুবনা, ০১ মার্চ ২০২৫
Saturday, March 1, 2025
ভাবনা
গণ মৈত্রী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কারণে আমার বিভিন্ন দেশ ও জাতির মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আরব - কারা না ছিল সেখানে? প্রতিটি আরব দেশের মানুষ তা সে ইরাক, মিশর, সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান বা যে দেশেরই হোক না কেন আগে নিজেদের আরব ভাবে তারপর মুসলমান বা অন্য ধর্মের। একই ভাবনা দেখেছি অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রেও। শুধু ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাঙালির ক্ষেত্রে সেটা বদলে গেছে। সে এখনও ব্যস্ত বাঙালি না মুসলমান সেই প্রশ্নের উত্তর খুঁজতে। অথচ সে যদি আরবদের মত নিজেকে বাঙালি বলে ভাবত তাহলে সে আজ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ধারক ও বাহক হত। এতে শুধু যে সে লাভবান হত তাই নয় দেশও উন্নত ও স্থিতিশীল হত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment