শুধু লোক আর লোক, বানের জলের মত আসছে মানুষ। বলতে গেলে খালি হাতে, এক কাপড়ে। তরা ঘাটে ফেরী পার হয়ে আমাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে দূরে আরও দূরে। পেছনে রেখে যাচ্ছে গতরাতের দুঃসহ স্মৃতি। গ্রামের লোকজন যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাদের দিকে। আমরাও গ্লাসে দুধ বা জল নিয়ে দিচ্ছি ঢাকা থেকে পলায়ন পর লোকদের। বাবা নারায়ণগঞ্জ গেছেন ব্যবসায়িক কাজে। এ নিয়েও বাড়িতে চিন্তার শেষ নেই। এরপর শুরু হবে দীর্ঘ নয় মাসের এক অন্য জীবন। স্বজন হারানোর ভয় আর নতুন দেশে নতুন করে জীবন গড়ার আশা। নতুন দেশ পেয়েছে জাতি কিন্তু নতুন জীবন কি পেয়েছে? ত্রিশ লাখ মানুষের রক্ত কি নতুন জীবনের জন্য যথেষ্ট নয়? সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এক ও অদ্বিতীয় স্বাধীনতা!!!
দুবনা, ২৬ মার্চ ২০২৫
❤️🇧🇩❤️
ReplyDelete