Sunday, March 2, 2025

নিয়তি

বর্তমানে ইউক্রেন সহ পশ্চিমা বিশ্বের সবচেয়ে অপছন্দের শব্দ হল রাশিয়ান। যা কিছু রাশিয়ান তাই ঘৃণা করা বা নিষিদ্ধ করা এখন পশ্চিমা এলিটদের অন্যতম প্রধান কর্তব্য। তবে নিয়তির কি নির্মম পরিহাস যে এটা করতে গিয়ে তারা যে নিজ নিজ দেশ, জাতি এমনকি বিশ্বের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলছে সেটা তাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তারা জ্যাকপটের আশায় একের পর এক বাজী রেখেই যাচ্ছে। মরছে সাধারণ মানুষ। ইউক্রেনে ও রাশিয়ায় গুলিতে, অন্যান্য দেশে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হয়ে। একেই বলে সভ্যতা।

মস্কোর পথে, ০২ মার্চ ২০২৫

No comments:

Post a Comment