এবার আমাদের শীতটা একেবারেই জমেনি। আমি সবসময়ই অপেক্ষা করি প্রচুর বরফের যাতে মন ভরে ছবি তুলতে পারি। এবার বরফের টিকি মাঝেমধ্যে দেখা গেলেও তাতে পটল বা বেগুন ঝুলানোর ফুসরত পাইনি। তাই জানুয়ারি থেকেই অপেক্ষা করেছি কবে প্রথম ফুল ফুটবে সেটা দেখার জন্য। গত তিনদিন রাতে যেভাবে বরফ পড়ছিল তাতে মনে হয়েছিল মার্চ মাসে নভেম্বর ফিরে আসছে আর চার মাসের ট্রাফিক জ্যাম কাটিয়ে শীত শেষ পর্যন্ত চলে এসেছে এই এলাকায়। তাই আজ যখন বাগানের দিকে পা বাড়ালাম কোন আশা ছিল না অপ্রত্যাশিত কিছু দেখার। তবে প্রকৃতি আমাকে নিরাশ করেনি। দেখি একটি পাদস্নেঝনিক বা স্নোড্রপ মাথা দুলিয়ে হাসছে। বসন্ত এসে গেছে।
দুবনা, ০৬ মার্চ ২০২৫
No comments:
Post a Comment