(আওয়ামী) লীগ আমলে অনেককেই বলতে শুনতাম বিএনপি এলে দেশে থাকা যাবে না। তাই নির্বাচনের নামে প্রহসন তারা মনে না নিলেও মেনে নিত। ফলাফল কী হল? বিএনপি ঠেকাতে গিয়ে জামাত শিবির এলো। নদীকে নিজের মত করে প্রবাহিত হতে না দিলে সে বন্যার আকারে ফুঁসে ওঠে সব ভাসিয়ে নিয়ে যায়। রাজনীতিও তাই। তাকে যদি নির্বিঘ্নে চলতে দেয়া না হয় শাসকদের বিরুদ্ধে জনগণের সম্মিলিত ঘৃণা এতটাই তীব্র হয় যে সে তখন ভালোমন্দ বিচার না করে যে কারো হাতে দেশের শাসনভার তুলে দিতেও দ্বিধা বোধ করে না। অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায় রোধ করা যায় না। অন্যায়কে সময় মত অন্যায় না বলতে শিখলে একদিন আরও বেশি বিপদের মুখোমুখি হতে হয়।
দুবনা, ১৫ মার্চ ২০২৫
No comments:
Post a Comment