দুবাই, ০৮ মার্চ ২০২৫
Saturday, March 8, 2025
চোকার
গন্তব্য এক হলেই যে লক্ষ্য এক হবে এমন কোন কথা নেই। একই বাসে বা ট্রেনে শত শত লোক ধরুন ঢাকা যাচ্ছে। এরা কেউ কারো পরিচিত নাও হতে পারে। যাত্রা কালে গাড়ি যাতে দুর্ঘটনায় না পড়ে এ ব্যাপারে সবাই একমত হলেও ঢাকায় পৌঁছে যে সবাই একই কাজ করবে তার কোন মানে নেই। উল্টো তারা ভিন্ন ভিন্ন লক্ষ্যেই চলে যায়। এবারের আন্দোলন হয়েছে এমনটাই। বিভিন্ন স্টেশনে বিভিন্ন জন যোগ দিয়ে আন্দোলন শক্তিশালী করলেও সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক বোঝাপড়া না থাকায় অনেকের কাছ থেকেই আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এর ফলে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তথাকথিত প্রগতিশীল ও বাম আন্দোলন। আজ বাংলাদেশের নারী নির্যাতন যেভাবে বাড়ছে, শ্রমিকদের অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে তাতে মনে হয় বামদের বিগত দিনের সমস্ত আন্দোলন, সমস্ত শ্রম পণ্ডশ্রম। আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীদের অভিনন্দন জানাতে গিয়ে যারা নারীদের অধিকার রক্ষায় সবচেয়ে বেশি ভোকাল তাদের উদ্দেশ্যে একটা শব্দই মনে আসছে - চোকার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment