Friday, March 21, 2025

রাজনীতি

সব দেখে মনে হয় বাংলাদেশে নতুন রাজনৈতিক নেতাদের প্রমোট করা হচ্ছে ক্রিকেটের স্টাইলে। কোন এক ক্রিকেটার সেঞ্চুরি করলে বা ফাইফার নিলেই যেমন রাতারাতি গ্রেট হয়ে যায় চব্বিশের ছাত্র বিপ্লবীদের তেমনি মহান রাজনৈতিক নেতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। ক্রিকেটারদের মত এরাও তারকা রোগে আক্রান্ত। ক্রিকেটারদের পরিণতি আমরা জানি। এখনও সময় আছে শিক্ষা নেবার। ফ্লপ করতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না।

দুবনা, ২১ মার্চ ২০২৫

No comments:

Post a Comment