একজন প্রশ্ন করল চিন্তা চেতনায় বিশ্বাসী মানুষ বাংলাদেশে আছে কি না। আছে। আমাদের দেশে প্রায় প্রতিটি মানুষ বিশ্বাস করে তার যেকোনো ব্যর্থতার জন্য দায়ী পাশের যেকোনো সফল বা ব্যর্থ মানুষ। নিজের ব্যর্থতায় অন্যকে দায়ী করার সংস্কৃতি জাতীয় পর্যায়ে স্থান পেয়েছে। ফলে দেশের সব সমস্যার দায় ভারতের, পাকিস্তানের, রাশিয়ার, আমেরিকার, চীনের। আওয়ামী লীগের ব্যর্থতার জন্য দায়ী বিএনপি, জামাত, বিএনপির জন্য আওয়ামী লীগ, জামায়াতের জন্য আওয়ামী স্বৈরাচার। এক কথায় আমাদের দেশে আমি ও আমরা ছাড়া সবাই দায়ী।
দুবনা, ২০ মার্চ ২০২৫
No comments:
Post a Comment