প্রতিটি পেশারই স্বকীয়তা আছে, সেটা বেতনের উপর নির্ভর করে না। লাখ টাকা বেতনের চাপরাশি চাপরাশিই আবার হাজার টাকা বেতনের শিক্ষক শিক্ষকই। দুটো কাজই গুরুত্বপূর্ণ - তবে তাদের সামাজিক গুরুত্ব ভিন্ন। একই ভাবে লাখ টাকা লিটার পানীয় জল কেউ কিনতেই পারেন, তাতে জলের মান বা গুণ কোনটাই বৃদ্ধি পায় না। কোন কিছুর অতি মূল্যায়নে বস্তুও গুণ তো বাড়েই না উল্টো যারা সেটা করেন তাদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন জাগে।
দুবনা, ০৭ অক্টোবর ২০২১
No comments:
Post a Comment