Friday, October 15, 2021

অদ্ভুত

অদ্ভুত জাতি আমরা। অনন্য। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে প্রাণ দিতে পারি। দেশ স্বাধীন করতে পারি। পাকিস্তান তাড়াতে পারি অথচ পাকিস্তানের ভূত দিব্যি ঘাড়ে করে ঘুরে বেড়াই। স্বাধীনতা পাই, মুক্তি পাই না। ভাষার লড়াই এ জিতি কিন্তু বাকস্বাধীনতা হারাই। বাকস্বাধীনতা নেই তাতে কী? আছে বাক্য গঠনের স্বাধীনতা, যেমন খুশি তেমন করে বাংলা লেখার স্বাধীনতা। শুভ বিজয়া!

দুবনা, ১৫ অক্টোবর ২০২১ 




No comments:

Post a Comment