Sunday, October 17, 2021

একাত্তর পঞ্চাশ বছর পরে


একাত্তরের মতই জ্বলছে স্বদেশ। চারিদিকে আগুনের লেলিহান শিখা। আলবদর আর রাজাকারের হাসি। রক্ত পিপাসু দানবের তাণ্ডব নৃত্য। সবই আছে। আছে ভীত সন্ত্রস্ত হিন্দু জনগোষ্ঠী। আছে সন্তানহারা মা। আছে ধর্ষিতা শিশু। শুধু নেই মুক্তিযোদ্ধা। নেই একাত্তরের চেতনা। নেই বজ্রকণ্ঠে সাহসী উচ্চারণ। আর নেই আওয়ামী লীগ।

মস্কো, ১৮ অক্টোবর ২০২১

No comments:

Post a Comment