বলা হয় সময়ের সাথে সাথে মানুষ বিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসেছে। সে বদলিয়েছে হয় দেহে না হয় বিদ্যায় বুদ্ধিতে। আমার কেন যেন মনে হয় যদি আরও কয়েক বছর আমরা মাস্ক পরে ঘুরে বেড়াই প্রকৃতি সেটাকে হিসেবে নিতে শুরু করবে আর পরের প্রজন্মের মানুষ মাস্কসহই ভূমিষ্ঠ হবে। ভাল হয় যদি মাস্কগুলো সাদা, কালো, হলুদ, বাদামী সব রঙের হয়, যাতে প্রতিটি মানুষের শরীরে সব রঙ থাকে। তাতে র্যাসিয়াল মনোভাব কিছুটা কমলে কমতেও পারে।
দুবনা, ২৮ অক্টোবর ২০২১
No comments:
Post a Comment