Wednesday, October 6, 2021

মহালয়া

সকাল থেকেই ইনবক্সে মহালয়ার শুভেচ্ছা পাচ্ছি। কেউ কেউ টাইম লাইনে এ নিয়ে লিখছেন। কেউ এ নিয়ে লিখছেন নস্টালজিয়ার কথা। ধর্ম বা ধর্মীয় আচার থেকে অনেক দূরে থাকলেও ছোটবেলার সেই রোমাঞ্চকর স্মৃতি মেশানো কম্বল মুড়ি দিয়ে নিজের অনুভূতিকে ঠিকই ওম দিতে পারছেন। আবার কেউ ধর্মীয় আচারের সাথে মেলে না বলে বলছেন মহালয়ায় শুভেচ্ছা জানাতে নেই। এসব থেকেই বোঝা যায় ধর্মটা ঠিক ধর্ম নেই, জীবনের ভালমন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা থাকে ততক্ষণই ধর্ম জীবনের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে। কিন্তু যখনই তাকে বিধিনিষেধের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয় তখনই দেখা দেয় সমস্যা। ধর্মকে অধর্ম না করলে কোনই সমস্যা দেখা দেয় না, সেটা বরং হয়ে ওঠে সংস্কৃতির অঙ্গ, ভালো লাগার স্মৃতি। 

দুবনা, ০৬ অক্টোবর ২০২১

No comments:

Post a Comment