Thursday, October 21, 2021

অপরাধ


প্রশাসনের নীরব সমর্থনে একদল মানুষের আইন নিজের হাতে তুলে নেবার সুযোগ আছে বলেই বারবার জন্ম নেয় রামু, নাসির নগর, নোয়াখালী ইত্যাদি। যদি প্রশাসন ধর্ম গ্রন্থের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এসব অপরাধের সঠিক বিচার করতে পারত বা আগ্রহী হত মানে শুধুমাত্র যে অপরাধী তাকেই শাস্তি দেওয়া হত তবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই কে ঘটাল বা কি ঘটাল সেটা বড় কথা নয়, কি রটাল সেটাই আসল। এরপর দুই একজন গ্রেফতার, বিচারের প্রহসন। ইতিমধ্যে শত শত মানুষ গৃহ হারা। রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন করতে না পারলে এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। সমস্যা হল এখান থেকে বেরিয়ে না আসতে আগ্রহী লোক দেশে এখনো বেশি রকমের বেশি।

দুবনা, ২১ অক্টোবর ২০২১


No comments:

Post a Comment