অনেকেই ভাবেন সংখ্যালঘুদের উপর আক্রমণ তাকে পাশ কাটিয়ে যাবে। সেটা ততদিন যতদিন দেশে সংখ্যালঘু আছে। কারণ এখন মৌলবাদীদের দরকার আপনার মৌনতা। আপনার মৌনতাকে ওরা সমর্থন হিসেবে নিয়ে একে একে সব সংখ্যালঘুকে ভিটে ছাড়া, দেশ ছাড়া করবে। তারপরও যদি ভাবেন আপনার জীবন আগের মতই থাকবে তবে আপনি ভুল করছেন। তখন আপনার কবিতা থাকবে না, গান থাকবে না, ছেলেমেয়েদের ইচ্ছে মত শিক্ষা দেবার সুযোগ থাকবে না, চাইলেই মনের মত শাড়ি বা গয়না পরার অধিকার থাকবে না। পরতে পারলেও দেখানোর সুযোগ থাকবে না। ছেলেদের থাকবে না ইচ্ছে মত পোশাক পরার অধিকার। হয়তো ভাবছেন ধর্মীয় পোশাক আপনার জন্য যথেষ্ট। সেটা ঠিক। তবে এখন চাইলে আপনি অন্য কিছু পরতে পারেন, তখন পারবেন না। সামাজিক ভাবে ক্ষতিকর নয় এমন অনেক কিছুই করতে পারবেন না। নিজের খুশি মত বই পড়তে পারবেন না, গান শুনতে পারবেন না। এখন এসব হয়তো কথার কথা মনে হচ্ছে, মনে হচ্ছে এসব না হলেও জীবন চলে। চলে না। এটাও এক ধরণের বন্দী দশা। সামরিক শাসনে দেখেছেন সব বলতে না পারার, পরতে না পারার বা পরে ভয়ে থাকার কখন কি হয়, মানসিক কষ্ট। আসলে ব্যক্তি স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে। তখন আপনি কী খাবেন, কী পরবেন, কী গাইবেন, কী পড়বেন - এ সব নির্ধারণ করার অধিকার আপনার নিজের থাকে না সেটা যে কী রকমের পরাধীনতা সেটা আগে থেকে বোঝা কষ্ট।এখনও আপনার ক্ষমতা আছে নিজের এই ছোটখাটো স্বাধীনতা গুলো ধরে রাখার। এক সময় সেটা থাকবে না যদি না আজ অন্যদের চলা, বলা, প্রার্থণা করার অধিকার রক্ষার জন্য সোচ্চার না হন। আজই সময় প্রতিবাদের, প্রতিরোধের।
মস্কো, ২৫ অক্টোবর ২০২১
No comments:
Post a Comment