নেদারল্যান্ড নিয়ে একটা পোস্ট ঘুরছে যে প্রচণ্ড রকম নাস্তিকের দেশ হওয়া সত্ত্বেও সেখানে অপরাধ কমছে আর বলা হচ্ছে ১০০% শিক্ষিতের হার এর মূল কারণ। বাংলাদেশে শিক্ষিতের হার যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। একই ভাবে বেড়েছে অপরাধ আর অসহিষ্ণুতা। সমস্যা শিক্ষিতের হারে নয়, কী শিক্ষা পাচ্ছে তাতে। সামাজিক মূল্যবোধ শিক্ষার সাথে সরাসরি জড়িত। তাই সর্বাগ্রে প্রয়োজন শিক্ষানীতির আমূল পরিবর্তন। সাম্প্রদায়িক পাঠ্যসূচী অসাম্প্রদায়িক, পরমতসহিষ্ণু মানুষ গড়ে তুলতে পারে না। সমাজে অপরাধ প্রবণতা কমে যদি স্কুলে অসাম্প্রদায়িকতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা এসব শেখানো হয়। বর্তমান পরিস্থিতি থেকে বেরুবার জন্য দরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো।
দুবনা, ২৭ অক্টোবর ২০২১
No comments:
Post a Comment