আজকাল সামাজিক ও সংবাদ মাধ্যম ব্যবহার করে যেকোন মিথ্যাকেই সত্য বানানো যায়। তবে সেটা সাময়িক। মিথ্যা অচিরেই প্রকাশ পায়, মিথ্যা সত্য হয় না। ইরাকের মারণাস্ত্র তার প্রমাণ। মিথ্যাকে সত্য বানিয়ে কোন ব্যাপারে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদি পরিণতি করুণ হবার সম্ভাবনা বেশি। কারণ একবার মিথ্যাবাদী বলেই দুর্নাম অর্জন করলে মানুষের বিশ্বাস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে মিডিয়ার প্রতি মানুষের অবিশ্বাসের বীজ এখানেই নিহীত
দুবনা, ০৩ অক্টোবর ২০২১
No comments:
Post a Comment