Wednesday, October 13, 2021

সম্প্রীতি


এই যে আমরা কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি সেটা কি দেশে আদৌ আছে? থাকলে কার জন্য? সংখ্যালঘুদের এটা দরকার অস্তিত্বের জন্য, সরকারের বলা দরকার ভাবমূর্তির (মূর্তি নয় শুধুই ভাব) জন্য। যতদিন না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে ততদিন পর্যন্ত এই সম্প্রীতি অধরাই থেকে যাবে। আর যেদিন তারা সেটা উপলব্ধি করবে তখন নিজেরা নিজেদের তাগিদেই দুর্বৃত্তদের হটিয়ে সম্প্রীতি রক্ষা করবে। আপাতত সেটা হচ্ছে না মানে হয় সংখ্যাগরিষ্ঠ জনগন এটাকে প্রয়োজনীয় মনে করে না নাহয় এতে তাদের মৌন সমর্থন আছে। সরকার যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সত্যি আন্তরিক হয় তবে ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বিদ্যালয় গড়তে হবে, সিলেবাসে পরিবর্তন আনতে হবে, শিক্ষার আলোয় আলোকিত করতে হবে শিশুর মন। মনে রাখতে হবে আরবের মরুভূমিতে সোনার বাংলার চাষ হয় না।

দুবনা, ১৪ অক্টোবর ২০২১

No comments:

Post a Comment