করোনার কালো হাত যতই লম্বা হচ্ছে মানুষের স্বাধীনতা ততই কমে যাচ্ছে। সরকার বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করছে যার একটা আজ ২৮ অক্টোবর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত প্রায় দো দিনের সবেতন ছুটি। মানুষও এতে সাড়া দিচ্ছে বরাবরের মতই। সচী আশা করছে এই ছুটিতে এক লাখেরও বেশি লোক সেখানে ঘুরতে যাবে। ইতিমধ্যে তুরস্ক ও ইজিপ্টের সাত দিনের ট্যুর প্যাকেজের দাম ৩০ থেকে ৪০% বেড়ে মাথাপিছু ৬ থেকে ৭ হাজার ডলার হয়েছে। সবাই জানে এসব ট্রিপ পটেনশিয়ালি রোগ বৃদ্ধির সহায়ক, তবুও পকেটের পয়সা খরচ করে করোনার সাথে দেখা করতে চাওয়া মানুষের অভাব নেই।
গতকাল গেলাম সুইমিং পুলে। এরপর কবে খুলে কে জানে। সবার মন বিষণ্ণ, যেন সাঁতার না কাটলে আর সাওনায় বসে গল্প না করলে জীবনটাই বৃথা। গতকাল যখন সাঁতার শেষে চাবি আনতে গেলাম ওখানে বসে থাকা ট্রেইনারকে একটু হেয়ালি করেই বললাম
প্রায় এক কিলোমিটার সাঁতার কাটলাম অথচ এক ফোঁটাও ঘামলাম না।
আমি ওখানে আরেকটা অর্থ যোগ করতে চেয়েছিলাম - এখনও ক্লান্ত হইনি, কাল, পরশু, তরশু তোমরা কাজ করলে ঠিক আসতে পারি সাঁতার কাটতে। তবে উনি আমার কথাটা সোজা অর্থে নিয়ে হোহো করে হেসে উঠলেন। সাঁতার কাটার এই একটা সমস্যা, যতই ক্লান্ত হও, মাথার ঘাম কখনই পায়ে পড়বে না।
No comments:
Post a Comment