Just as the volume is covered with a closed surface, the volume of our knowledge is also covered with a closed surface of ignorance. Science-minded people want to push the sheets of ignorance even further by increasing the range of their knowledge. This is the thirst for human knowledge. And thirst for knowledge is life.
ঘনবস্ত যেমন বদ্ধ পৃষ্ঠের নীচে ঢাকা থাকে, আমাদের জানার বা জ্ঞানের পরিমাণও অজানা বা অজ্ঞতার বদ্ধ চাদরের নীচে ঢাকা থাকে। বিজ্ঞানমনস্ক মানুষ তাদের জানার পরিধি বাড়িয়ে অজ্ঞতার চাদরটা আরও আরও দূরে সরিয়ে দিতে চায়। এই চাওয়াটাই মানুষের জ্ঞান পিপাসা। আর পিপাসা মেটাতে জ্ঞানের সন্ধান - জীবন।
দুবনা, ১০ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment