Saturday, April 18, 2020

ডাউন অর আপ

সকাল থেকে একটার পর একটা জানাজার ছবি আসছে ফেসবুকে। হাজার হাজার মানুষের সমাগম। যে কেউই কারও শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা যখন সমাজ ও দেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনার সম্ভাবনা রাখে সেটা তখন আর ব্যক্তিগত থাকে না। তখন জাতি এর আয়োজকদের কাছে প্রশ্ন করার অধিকার রাখে।

অনেকের লেখাতেই বেরিয়ে এসেছে সরকারি অনুমতি এতে ছিল না। তাছাড়া দেশে লক ডাউন চলছে। এর মানে এটা করা হয়েছে নিঃসন্দেহে আইনকে বুড়া আঙ্গুল দেখিয়ে। সরকারের কি এখন কিছুই করার নেই? আমার বিশ্বাস সরকারের উচিৎ অন্তত আয়োজকদের উপর নজর রাখা আর যদি এর ফলে করোনা ছড়ায় এবং কেউ মারা যায় তবে রোগ ছড়ানো ও মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এদের বিচার করা। অন্তত এর মধ্যে দিয়ে হলেও দেশে জবাবদিহিতার রাজনীতি ফিরে আসুক।

কিছুদিন আগে কিছু লোক চিকিৎসা না পেয়ে মারা গেলে অনেকেই কিছু কিছু ডাক্তারদের মনোভাবের ব্যাপারে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে। আমিও করেছি। কিন্তু লক ডাউন উপেক্ষা করে জমায়েত করে কেউ যদি অসুস্থ্য হয় আর ডাক্তাররা যদি নিজেদের নিরাপত্তার কারণে এদের চিকিৎসা দানে বিরত থাকেন সেক্ষেত্রে সাধারণ মানুষের উচিৎ হবে চিকিৎসক সমাজের পাশে দাঁড়ানো।

দেশের একদল মানুষ দিনের পর দিন ঘরে বসে থেকে করোনা ঠেকানোর চেষ্টা করবে আর আরেকদল মানুষ সমস্ত প্রচেষ্টাকে বুড়া আঙ্গুল দেখিয়ে মহামারি ডেকে আনবে সেটা তো চলতে পারে না।

দুবনা, ১৮ এপ্রিল ২০২০

No comments:

Post a Comment