শুনলাম, দেশের ডাক্তারদের অনেকেই রুগীদের চিকিৎসা দিচ্ছেন না, ঘরে খিল এঁটে বসে আছেন। যারা যাচ্ছে না, তাদের অধিকাংশই মনে হয় পরিবারের প্রথম প্রজন্মের ডাক্তার (বলতে পারেন উচ্চ শিক্ষিত)। জাতি হিসেবে আমরা নবীন, কী ব্যবসায়ী, কী ডাক্তার, কী অন্য পেশার মানুষ - তাদের একটা বিরাট অংশ এখনও বনেদী হয়ে উঠতে পারেনি। ডাক্তারী ডিগ্রী, প্রসার এসব থাকলেও এই পেশার পেছনে যে মহান উদ্দেশ্য আছে সেটা অনুভব করতে পারছেন না। ডাক্তারীকে তারা বা তাদের পরিবারবর্গ সুখী জীবন নিশ্চিত করার জন্য উপার্জনের একটা পথ হিসেবে দেখছেন মাত্র। এখান থেকেই তারা সেবা দিতে নয়, নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন দেশে যখন স্বাস্থ্য কর্মীরা এমন কি ময়লা ফেলার প্যাকেট গায়ে জড়িয়ে করোনা আক্রান্তদেরও সেবা দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের অনেকের এমন মনোভাব অদুর ভবিষ্যতে দেশে শিক্ষিত, দেশপ্রেমী সিভিল সোসাইটি গড়ে ওঠার ইঙ্গিত বহন করে না।
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment