১৯৯৯ সালে রাশিয়ার নাগরিকত্ব গ্রহনের পর এদের ডিফেন্স মিনিস্ট্রির অধীনে ভয়েনকমাত (Военкомат - Военный Коммисариат) নামে যে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে নাম লেখাতে হল। ওরা আমাকে একটা কার্ড দিল, সামরিক বাহিনীর সদস্য কার্ড। এটা এ দেশের সমস্ত পুরুষেরই আছে, তা সে সৈনিক হোক আর না হোক। আমরা হলাম রিজার্ভ ফোর্স । জরুরী অবস্থায় ডাকলে ডাকতেও পারে।
ঐ কার্ড নিয়ে বাসায় ফিরে বউকে বললাম, "সারা জীবন তো বৈশ্য হয়েই কাটালাম। তোমাকে বিয়ে করে ক্ষত্রিয় হওয়া গেল। পদোন্নতি কি না জানি না, তবে জাতোন্নতি নিঃসন্দেহে।
এখন শুনছি দেশে করোনায় মরলে নাকি শহীদ হওয়া যায়। জীবনে তো শহীদ হওয়ার সুযোগ আসবে না। ভাবছি .........
দুবনা, ১৯ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment