রিলিফের ভাগ বাটোয়ারা নিয়ে কুলদা রায়ের একটা লেখা
পড়লাম। এ যে দেখি আস্ত এক মানবদেহ। ধমনী দিয়ে রক্ত শরীরের আনাচে কানাচে
গিয়ে শিরা বেয়ে যেমন হৃদপিণ্ডে ফিরে আসে ত্রাণের চাল গম তেমনি বিভিন্ন
কর্মকর্তার পকেট ঘুরে ঘুরে উপরে চলে আসে। আম জনতা এই নেট ওয়ার্কের প্রায়
বাইরে থাকায় শুধু ত্রাণের ছিটেফোটা ওদের কপালে জোটে।
দুবনা, ১২ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment