Friday, April 17, 2020

দ্বান্দ্বিক অবস্তুবাদ

অন্ধকার না থাকলে যেমন আলোর মাহাত্ম্য বোঝা যায় না, প্রাচুর্য না থাকলেও তেমনি দৈন্য বোঝা যায় না। তাই তো গরীবেরা ধনী হতে চায় আর ধনীরা জৌলুষের মধ্যে থেকে দারিদ্রকে মহান বলে বানী হেরে গলায় গান গায়।

দুবনা, ১৮ এপ্রিল ২০২০

No comments:

Post a Comment