করোনার যন্ত্রনায় মানুষ একেবারে পাগল হয়ে গেল?
পাগল মানে? আমার তো মনে হয় করোনার কল্যাণে মানুষ বরং চেতনা ফিরে পেল?
কি বলে আপনি?
যা বলি ঠিক বলি।
যেমন?
দেখুন করোনার কারণে মানুষ চালডাল, তেল, নুন কিনে ঘর বোঝাই করছে। মানুষ বুঝতে পারছে গাড়ি, বাড়ি, ব্যাংক, ব্যাল্যান্স, টিভি, কম্পিউটার, আইফোন, আইপ্যাড থেকে শুরু করে হাজারো জিনিস আর যাই করুক তাদের বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। হাজার হাজার বছরের মানব সভ্যতার ইতিহাসে এসব কিছু ছিল না। তার পরেও অনেক মহামারী, অনেক প্রতিকুলতা এড়িয়ে মানুষ এতদূর পর্যন্ত এসেছে। তাই আমার মনে হয় করোনা আমাদের সুযোগ দিয়েছে ফিরে তাকানোর, জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা ছাড়া চলা যায় সে ব্যাপারে ভাবার। একবিংশ শতাব্দীর অনেক শিশুই মনে করে ইন্টারনেট, স্মার্টফোন ইত্যাদি আলো বাতাসের মত। আমার বিশ্বাস আমরা অনেকেই এখন নতুন করে প্রাইওরিটি ঠিক করব। আমাদের ঠিক করতে হবে কোনটা আমাদের বেশি দরকার - দূষণ মুক্ত বাতাস, বিশুদ্ধ জল, রসায়ন মুক্ত খাবার নাকি জন প্রতি কয়েকটা গাড়ি, টিভি, টেলিফোন এসব? না, প্রশ্নটা এমন নয় যে আমরা গাড়ি, টিভি, টেলিফোন এসব ব্যবহার থেকে বিরত থাকব। কথা হচ্ছে প্রকৃতি ও মানুষের মধ্যে সঠিক ব্যাল্যান্স গড়ে তোলা। হয়তো করোনা পরবর্তী বিশ্বে আমরা এ নিয়ে ভাবব। টাকা পয়সা ধন দৌলতের পেছনে পাগলের মত না ছুটে আমাদের চাহিদার, লোভের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরব। তাই বলছি আমরা এতদিন ভোগের পাগল ছিলাম, করোনা আমাদের সচেতন করছে। জীবনের পথে ফিরিয়ে আনছে।
দুবনা, ০৩ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment