করোনা একদিন চলে যাবে, কিন্তু সেটা আমাদের অনেক কিছুই শেখাবে বলে আশা করি। খুব আশা করি এরপর লোকজন আর যেখানে সেখানে থুঃথুঃ ফেলবে না, রুমালে নাক ঝাড়বে আর একটু হলেও কিছুটা দূরত্ব বজায় রেখে চলবে। মানুষের সুষ্ঠু বিকাশের জন্য পারসোনাল স্পেস যে কত দরকার সে ধারনা আমাদের দেশে খুব কম লোকজনেরই আছে। অন্তত এই সাধারণ ব্যাপারগুলো যদি আমরা আয়ত্ব করতে পারি এটাই হবে আমাদের ইতিহাসে করোনা পজিটিভ।
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment