"সরকারী মাল দরিয়া মে ঢাল" বলে একটা কথা আছে। সরকারী মাল বলতে মালিক বিহীন বা বেওয়ারিশ মাল বোঝানো হয়। আমাদের সব দেশে এরকম একটা বেওয়ারিশ মাল হচ্ছে রাস্তার ন্যাড়া কুত্তা যাকে সবাই দূর দূর করে তাড়ায়। আরও একটা বেওয়ারিশ মাল হল পীরের ষাঁড় বা রাম ছাগল, যারা ইচ্ছেমত ঘুরে বেড়ায়, এখানে সেখানে ঢুঁ মারে, তবে ভয়ে লোকজন কিছু বলে না।
বিভিন্ন দেশে সরকার নিজেই আজকাল সরকারী মাল হয়ে গেছে। মালিক বল, শ্রমিক বল, ধার্মিক বল, নাস্তিক বল - যে যেভাবে পারছে সে সেভাবেই সরকারকে তাড়া করছে। আবার একদল লোক মালিকহীনতার সুযোগ নিয়ে দেশের সম্পদ যেভাবে পারছে সেভাবেই লুটেপুটে খাচ্ছে। আবার সরকার নিজেও পীরের ষাঁড়ের মত জনগণের কুঁড়েঘরে ঢুঁকে লঙ্কা কাণ্ড বাধাচ্ছে।
আজ আমরা সবাই সরকারী। অবহেলিত, করোনা তাড়িত, নির্যাতিত। সরকারী জনগণ। শুধু সরকার জনগণের নয়।
দুবনা, ০৬ এপ্রিল ২০২০
No comments:
Post a Comment