বন্ধু চঞ্চল কৈফিয়ত দিচ্ছে জুকেরবারগের দেয়াল লিখে নোংরা করছে বলে। তাই ওকে বলি
শোন চঞ্চল (Chanchal Bhattacharya), বলি কি এত মাথা ঘামাস না, ঠাণ্ডা লেগে যাবে। লিখতে মন চাইলো, লিখে দেই। কেউ পড়লো কি পড়লো না - সেটা তো পড়ুয়া দের সমস্যা। চুকচার কি এসে যায় এতে? জানিস না, চুকচা নি চিতাচেল, চুকচা পিছাচেল - মানে চুকচা পাঠক নয়, চুকচা লেখক। আরও একটা কথা, আমাদের অনেকেরই ছোট বেলা থেকে চিকা মেরে অভ্যেস - এখানে এত বড় দেয়াল - না লেখা শুধু অন্যায়ই নয়, রীতিমত গ্রেখ মানে পাপ।
No comments:
Post a Comment