“বাঁচা গেলো” হাফ ছেঁড়ে বলে ফাঁসি কাষ্ঠ
ঝুলবেনা গলায় মোর বেহায়া পাপিষ্ঠ
“হবে নাকো হতে মোরে পাপীর গলার মালা”
উপর থেকে দড়ি বলে উঁচু করে গলা
কাঠ খুশি, দড়ি খুশি, খুশি সাবান
তাদের চোখে বিচারক আজ মেহেরবান
সবার সুখের দিনে জেলখানা বলে
“শেষমেষ এই ছিল আমার কপালে
আমার পেটের ভেতর করবে বসবাস
খুনী, ধর্ষক এই রাজাকার বদমাশ”
No comments:
Post a Comment