রাতের বেলায় সূর্য উঠে দিনের বেলায় চাঁদ
ঠগবাজেরা দুনিয়া জুড়ে ফেলেছে বিশাল ফাঁদ
রাজকোষ নয় ছাপাখানা ছাপছে অনর্গল
ডলার পাউণ্ড ইউরো ইয়েন রুপি আর রুবল
ছুটছি মোরা টাকার পিছে
দিন রাত্তির মিছে মিছে
যেন গোল্লাছুট
এই সুযোগে ঠগেরা সব করছে মোদের লুট
লুটছে ওরা ঘরবাড়ি জমিন আর আসমান
বিদ্যাবুদ্ধি লুটছে ওরা লুটছে মানসম্মান
আমরা এখন মানুষ থেকে বনে গেছি পন্য
বেশি দামে বিক্রি হয়ে নিজেকে ভাবি ধন্য।
মস্কো, ১৫ মে ২০১৭
No comments:
Post a Comment