Tuesday, May 9, 2017

দুই বন্ধু



মৃত্যুর হাত ধরে
জীবন হেঁটে যায় যুদ্ধের প্রান্তরে
চোখে চোখ হাতে হাত পাশাপাশি চলা
চিরচেনা তবু মনে মনে কথা বলা
একই সাথে জন্ম তবু কে জানে কি দোষে
মৃত্যুর নির্বাসন দেবতার রোষে
সেই থেকে শুরু তার পিছু পিছু চলা
জীবনকে নিজের সুখ-দুখ বলা
কিন্তু কথা বলা মানা জীবনের
এ মিলনে জয় শুধু হয় মরনের
তাইতো জীবন চলে মরন এড়িয়ে
মরন পিছু পিছু চলে ছায়া হয়ে  


মস্কো, ০৯ মে ২০১৭ 



No comments:

Post a Comment