Thursday, May 4, 2017

আগাছা


এক সময় বলা হতো বাংলাদেশ মানেই ৬৪ হাজার গ্রাম, মানে গ্রামেই ছিল বাংলাদেশের আসল স্বত্বা নিহিত। হ্যা, সুজলা-সফলা, শস্য-শ্যামলা বাংলা তো আর শহরে ধরে না। তবে ইদানিং দেশে শহরের সংখ্যা বাড়ছে বা কিছু কিছু গ্রাম শহরের গোত্রে নাম লেখাচ্ছে। ফলে কমছে কৃষকের সংখ্যা - আগাছায় ভরে গেছে দেশ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। যদি এখন থেকেই রাজনৈতিক দলগুলো আগাছা বাছতে শুরু না করে, আগামী নির্বাচনে তাতে কি ফসল ফলবে সেটা জানার জন্য ভবিষ্যৎ দ্রষ্টা হতে হয় না। সময় থাকতে তাই গ্রামে ফিরে যান, দেশকে আগাছা মুক্ত করুন।
দুবনা, ০৪ মে ২০১৭


No comments:

Post a Comment