Sunday, May 21, 2017

অবনী


অবনী! সে তো কবেই গেছে চলে
ভয়গুলো রেখে গেছে পেছনে ফেলে
সেই ভয় ছায়া হয়ে ঘুরে পায়ে পায়
হাজারো অবনী দেশ ছেড়ে পালায়
অবনীর কান্না আজ বারোমেসে বৃষ্টি
দীর্ঘশ্বাস, হতাশা, শত অনাসৃষ্টি

মস্কো, ২১ মে ২০১৭


No comments:

Post a Comment