আজ ১৮ মে ২০১৭। ২৩ বছর
আগে ১৯৯৪ সালের ১৮ মে আমি দুবনার জয়েন্ট ইন্সটিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ এ
রিসার্চ ফেলো হিসেবে যোগ দেই।
ভোল্গা থেকে গঙ্গা
ভোল্গার বুকে বয় গঙ্গার
জল
সেখানে নৌকাগুলো চলে ছলত
ছল
কখনো ভোল্গাতীরে গঙ্গার
হাওয়া
উজান ভাটিতে করে আসা
যাওয়া
দিন শেষে এখানেই সূর্য
দেয় ডুব
সারা দিন জ্বলেপুড়ে
ক্লান্ত হয়ে খুব
সূর্যের হাত ধরে ভোল্গার
তীরে
একা একা হাঁটি আমি অতি
ধীরে ধীরে
হাঁটতে হাঁটতে শত
স্বপ্নের ভিড়ে
কখন যে চলে আসি গঙ্গার
তীরে
গঙ্গা থেকে ভোল্গায় ফিরে আসি যে আবার
ভোল্গা গঙ্গা মিলেমিশে হয়
একাকার
দুবনা, ১৮ মে ২০১৭
No comments:
Post a Comment