জীবন চলার
বাঁকে বাঁকে
শৈশব চুপি
চুপি আমায় যে ডাকে
জাম্বুরা,
বড়ই অথবা কাঁচা আম
জলপাই, গাব
আরো কত নাম
স্মৃতির মিছিলে
সব ভিড় করে আসে
নির্বাক,
কেউ কাঁদে, কেউ শুধু হাসে
কখনো গুলতি
হাতে কখনো পিচকারি
তুতো জাম
কচু পাতা ভরা ছিটকারি
পতেঙ্গা,
কয়ড়া বা লেজ কাঁটা বাজ
ডাংগুলি,
মার্বেল কোথা গেলো আজ
হাডুডু, গোল্লাছুট
অথবা ছোঁ বুড়ি
দারিয়াবাধা,
চারা কিংবা লুকোচুরি
অথবা দল বেঁধে
পাঠশালায় যাওয়া
বিশাল চরের
পর কালীগঙ্গায় নাওয়া
কিংবা সর্ষে ক্ষেতে হলুদের ভিড়ে
স্বপ্নে জাগরণে যাই আমি ফিরে
মটরশুঁটি, ধানশীষ, গ্যাণ্ডারী ইক্ষু
সব দেখে ছানাবড়া হয় চক্ষু
হতভম্ব দাঁড়িয়ে একা ভোল্গার তীরে
হারিয়ে যাই আমি স্মৃতির ভিড়ে।
দুবনা, ১৯ মে ২০১৭
No comments:
Post a Comment