জুলাই সনদ নিয়ে অনেক রথী মহারথীদের বক্তব্য দেখলাম ফেসবুকে। কিছু কিছু লোকের কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল।
এক অতি হিসেবী লোক ছেলেকে দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে দেখে বললেন
"মাইশা তোকে কতদিন বলেছি টয়লেটটা অফিসে সারতে। তাতে ১) টিস্যু আর জল খরচ বাঁচাতে পারতি। ২) ইলেকট্রিসিটির বিল কম আস্ত। ৩) তারচেয়েও বড় কথা এই ১০-১৫ মিনিট কাজের সময় বলে গণ্য করা হত। মানে এর জন্য উল্টো বেতন পেতি। যাকে বলে অন্তহীন লাভ।
কাজকর্ম দেখে মনে হয় কিছু কিছু প্রবাসী বাংলাদেশী বিভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসলে হাগতে এসেছে। এই হাগকে বিদশী হাগের সাথে গুলিয়ে ফেলবেন না যেন।
দুবনা, ২৯ অক্টোবর ২০২৫







