রুশে একটি চুটকি আছে - অনাহুত আগন্তুক বর্গিদের চেয়েও খারাপ। বিনা আমন্ত্রণে এদেশ সেদেশ যাওয়ায় সেসব দেশের শাসকেরা বাংলাদেশীদের অনুপ্রবেশের ভয়ে ভিসা দেয়াই বন্ধ করে দিচ্ছে। আগে গ্রাম এলাকায় অনেক সন্তানের গরীব বাবাদের নেমন্তন্ন করত না খাবার কম পড়বে ভয়ে। ডঃ ইউনুসকে নিয়ে একই ভয় কাজ করছে কিনা দেশে দেশে কে জানে! ভিসা দেওয়া তো এমনি এমনি বন্ধ হয় না!
দুবনা, ১৬ অক্টোবর ২০২৫
Thursday, October 16, 2025
Wednesday, October 15, 2025
কাজ!
রাশিয়ায় অনেক কিছুই আমাকে সোভিয়েত ইউনিয়নের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে এদের বোকামি। গত কয়েকদিন বেশ বৃষ্টি। রাস্তাঘাট ভেজা। অথচ এর মধ্যেও গাড়ি করে জল ছিটিয়ে রাস্তা পরিষ্কার করছে। সোভিয়েত আমলে এক চুটকি ছিল। এক লোক গর্ত খুঁড়ছে আরেক জন কিছুক্ষণ পরে সেই গর্ত মাটি দিয়ে ভরে দিচ্ছে। কেন তারা এটা করছে জানতে চাইলে একজন জানাল যার গাছ লাগানোর কথা ছিল সে অসুস্থ। তাই বলে তারা তো কাজ বাদ দিয়ে বসে থাকতে পারে না। যারা বৃষ্টির পরে গাড়িতে করে রাস্তায় জল দিচ্ছিল ওদের দেখে একথাই মনে হল।
দুবনা, ১৫ অক্টোবর ২০২৫
Monday, October 13, 2025
প্রশ্ন
ফেসবুকে নৌসচিবকে হাস্যোজ্জ্বল মুখে আগামী ডিসেম্বরে তিনটি টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেবার সংবাদ পরিবেশন করতে দেখলাম। বাংলাদেশের শতকরা দুই শত জন মানুষ (ভুল শোনেননি ২০০%) যেখানে খুশিতে গদগদ হয়ে ছেলেমেয়েদের বিদেশে পাঠানোর (পড়ুন বিদেশিদের হাতে ছেলেমেয়েদের দায়িত্ব তুলে দেন) খবর প্রকাশ করে সেখানে নৌসচিব কি ভুলটা করল?
মস্কো, ১৩ অক্টোবর ২০২৫
Sunday, October 12, 2025
অশান্তি
শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে লোকজন যদি অশান্তি সৃষ্টি করে তাহলে অশান্তির জন্য নোবেল পুরস্কার দিলেই তো হয়!
সম্ভব নয়।
কেন?
প্রার্থীর সংখ্যা এত বেশি হবে আর প্রার্থীরা যোগ্যতা প্রমাণ করতে নিজেদের মধ্যে এমন মারামারি শুরু করবে যে সেটা সামাল দিতে বিশ্বযুদ্ধ লেগে যাবে।
দুবনা, ১২ অক্টোবর ২০২৫
Friday, October 10, 2025
কঠিন বাস্তবতা
নারী স্বাধীনতা, নারী অধিকার এসব নিয়ে সুন্দর সুন্দর গল্প শুনে স্বপ্ন দেখা অনেকের জন্য প্রেম পর্বেই শেষ হয়ে যায়। বিবাহ পর্বে নেমে আসে কঠিন বাস্তবতা। পর্দা, স্বামী সেবা এসব হয় বিবাহিত জীবনের একমাত্র বিনোদন, সবে ধন নীলমণি অধিকার। মৌলবাদের জমানায় পুরুষতন্ত্র শুধু ভয়ঙ্কর নয় মারাত্মক বিপদজনক।
জামায়াত শিবিরের প্রেম পর্বের মিষ্টি কথা বিশ্বাস করিয়া তুমি ভুল করিয়াছ সিপিবি, উদীচী। শরৎ উৎসব এখন শুধুই অতীত স্মৃতি।
বোকাদের জন্য করুণা করাও বোকামি।
দুবনা, ১১ অক্টোবর ২০২৫
গনভোট
সিপিবির অনেকেই গণভোটের বিপক্ষে তাদের মতামত প্রকাশ করছেন বিভিন্ন যুক্তিতে। শুধু সিপিবি কেন এর বাইরেও অনেকেই সেটা করছেন বর্তমান সংবিধানে গণ ভোটের অপশন নেই বলে। অনেক লেখার পাশাপাশি দেখলাম মুজাহিদুল ইসলাম সেলিমের একটি লেখা কে যেন শেয়ার করেছে - যেখানে তিনি গনভোট অপ্রয়োজনীয় বলে মত দিয়েছেন। বিষয়টি দেখে একটু খটকা লাগলো, কেননা এর আগে উনি নিজে ঐকমত্য কমিশনে রতনের বক্তব্য শেয়ার করেছেন যেখানে রতন পারতপক্ষে গণভোটের পক্ষে মত দিয়েছে। তবে ওনার ভেরিফাইড পেজে গিয়ে গণভোটের বিপক্ষে কিছু না দেখে উনি গনভোট প্রশ্নে কী মত প্রকাশ করেন সেটা জানার ইচ্ছে হল। আমার ধারণা সিপিবির উচিৎ এসব প্রশ্নে কেন্দ্রীয় ভাবে তাদের বক্তব্য স্পষ্ট করে জানানো। আমার মনে হয় ঐকমত্য কমিশন আসলে সংবিধান প্রশ্নে গনভোটের আওয়াজ তুলে সংবিধানের গণ ধর্ষণের আয়োজন করছে।
দুবনা, ১০ অক্টোবর ২০২৫
দুবনা, ১০ অক্টোবর ২০২৫
রাজা
প্রেসিডেন্ট, চ্যান্সেলর, প্রাইম মিনিস্টার এরা তো আসলে রাজাই। তবে মাক্রন (মাখো? কি মাখব?), মেরৎজ, স্টারমার এদের দেখলে মনে হয় এরা আসলে বিজ্ঞাপনের রাজা - মানে এক সময় বহু বিজ্ঞাপিত রাজা কনডম যাদের কাজ আসলে যাকিছু ভালো, যাকিছু শান্তিদায়ক - তাদের জন্ম রোধ করা।
দুবনা, ১০ অক্টোবর ২০২৫
দুবনা, ১০ অক্টোবর ২০২৫
Thursday, October 9, 2025
প্রশ্ন
ডাক্তারের যতই স্বদিচ্ছা থাকুক না কেন, রুগী যদি মারা যায় তার দায় ডাক্তারকেই নিতে হয়। হ্যাঁ, বাংলাদেশে একটি অপারেশন দরকার ছিল, কিন্তু তার ফলাফল কি হতে পারে সে সম্পর্কে আগে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা না করায় সে এখন কোমায়। এর দায় এড়ানো কি এতই সহজ? পারবে কি বামেরা এর দায় এড়াতে? নাকি বামেদের বিধি এখনও বাম?
দুবনা, ০৯ অক্টোবর ২০২৫
দুবনা, ০৯ অক্টোবর ২০২৫
Tuesday, October 7, 2025
বিপত্তি নিয়ে আপত্তি
অসুরের দাড়ি নিয়ে বিপত্তি। অনেক চেষ্টা করেও কেউ এই বিতর্কে দাঁড়ি টানতে পারছে না। তাই আগামী বছর থেকে অসুরের জন্য ড্রেসকোড তৈরি করা আবশ্যক। ক্লিন শেভ না করা কোন অসুরকে যেন বাংলাদেশের ভিসা দেয়া না হয় এ ব্যাপারে সমস্ত দূতাবাসকে সতর্ক করে দিতে হবে আর কাস্টমসে নির্দেশ দিতে হবে কোন দাড়িওয়ালা অসুর যেন সীমান্ত অতিক্রম করতে না পারে।
দুবনার পথে, ০৭ অক্টোবর ২০২৫
প্রশ্ন
সময়ের সাথে সাথে হাড্ডি চামড়া বুড়িয়ে যাচ্ছে, কমছে ওদের বাজার দর আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওদের সচল রাখার ওষুধের দাম। এটা কি বৈষম্য নাকি মূল্যের নিত্যতার সূত্র?
মস্কো, ০৭ অক্টোবর ২০২৫
Sunday, October 5, 2025
জুলাই সনদ
গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরে জুলাই সনদের ধারণা সামনে চলে আসে। নতুন বন্দোবস্তের মূল স্টেকহোল্ডারদের মতে চব্বিশ একাত্তরকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবিদার কোন কোন দল প্রতিবাদ করলেও সেটা কতটুকু গুরুত্ব পেয়েছে তা নির্ভর করবে ঐকমত্য কমিশন এই সনদের ফাইনাল ভার্সন কিভাবে লিপিবদ্ধ করেছে সেটার উপর। সেখানে যদি চব্বিশকে কে একাত্তরের উপরে স্থান দেয়া হয় আর নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করা দলগুলো যদি এর পরেও সেই দলিলে স্বাক্ষর করে তবে তা হবে নিজেদের রাজনৈতিক আত্মহত্যার পূর্বে চিরকুট রেখে যাওয়ার সমতুল্য। আত্মহত্যার জন্য বদ্ধপরিকর মানুষ সেটা অনুধাবন করবে কি না এটাই এখন দেখার বিষয়।
মস্কো, ০৬ অক্টোবর ২০২৫
ইমিউন
আজকাল বিভিন্ন দেশের রাজনীতিবিদরা নিজেদের ব্যর্থতার জন্য অজুহাত খুঁজে বেরায়। ইউরোপ আমেরিকায় এই নন্দ ঘোষের ভূমিকায় অভিনয় করে রাশিয়া। এই তো শত কারচুপি করেও মালদোভায় ক্ষমতাসীন সান্দোর দল দেশের ভেতরে জিততে পারে না, ইউরোপে ভোট চুরি করে সেই ঘাটতি পূরণ করতে হয়। চেখ রিপাবলিকে ব্রাসেলসের বিরোধী দল ক্ষমতায় আসে। কে দায়ী? রাশিয়া। রাশিয়া এসব দেশে কতটুকু প্রোপাগান্ডা চালাতে পারে সেটা জানা নেই তবে একথা জানি যদি নিজের ইমিউন সিস্টেম ঠিক থাকে তাহলে ভাইরাস সহজে কাবু করতে পারে না। তাই পশ্চিমা বিশ্বের ব্যর্থতার জন্য রাশিয়ার দিকে আঙুল না তুলে নিজেদের পলিসির দুর্বলতা খোঁজা বুদ্ধিমানের কাজ। কিন্তু সেটা করে মুক্তমনের বুদ্ধিমান মানুষ, কোন কিছুতে অন্ধবিশ্বাসী কেউ সেটা পারে না।
মস্কোর পথে, ০৫ অক্টোবর ২০২৫
Friday, October 3, 2025
ডান বাম
দুই বন্ধু হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এসে উপস্থিত হয়েছে। এখানে দুই জনকে দুই পথে যেতে হবে।
- তুমি কোন দিকে যাবে?
- জানই তো আমি বামপন্থী। আমি বাঁ দিকে যাবো।
- ঠিক আছে। তবে মনে রেখো ফেরার পথে আমি আসব বাঁ দিক দিয়ে আর তুমি ডান দিক দিয়ে।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৫
- তুমি কোন দিকে যাবে?
- জানই তো আমি বামপন্থী। আমি বাঁ দিকে যাবো।
- ঠিক আছে। তবে মনে রেখো ফেরার পথে আমি আসব বাঁ দিক দিয়ে আর তুমি ডান দিক দিয়ে।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৫
ন্যাংটো রাজা
জেলেনস্কি কৌতুকাভিনেতা। তাই এমনকি প্রেসিডেন্ট হলেও তার কথাবার্তায় কৌতুকের ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক। পশ্চিমা বিশ্বের বদৌলতে সেটা এখন ব্ল্যাক হিউমারে রূপান্তরিত হয়েছে।
ডঃ ইউনুস বললেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কৌতুক হিসেবে এটা নেওয়াই যায়। তবে ভদ্রলোক কৌতুকাভিনেতা নন, তিনি শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী, অধ্যাপক (শান্তিতে নোবেল পেতে এসব আবশ্যক নয়)। তারপরেও এধরণের ইন্টারভিউ তাকে খেলো করে বলেই ধারণা। এটা শুধু ব্যক্তি ইউনুসকে নয় বাংলাদেশকেও বিশ্বের সামনে ছোট করে।
কেউ ছবি তোলা শেখার জন্য এলে অনেকেই বলে - যদি পাশের বাড়ির কুকুর তোমার ছবি দেখে লেজ নাড়তে শুরু করে তা দেখে ভাবার কারণ নেই যে তুমি খুব ভালো ছবি তুলেছ। যদি কেউ ৫, ১০ বা ৫০ বছর দেশ চালানোর জন্য ডঃ ইউনুসের কাছে বায়না ধরে তারপরেও ভাবার কারণ নেই যে দেশ ভালভাবে চলছে। তবে মাত্রা জ্ঞান ব্যাপারটা জন্মগত। কারো সেটা থাকে, কারো থাকে না।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৫
ডঃ ইউনুস বললেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কৌতুক হিসেবে এটা নেওয়াই যায়। তবে ভদ্রলোক কৌতুকাভিনেতা নন, তিনি শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী, অধ্যাপক (শান্তিতে নোবেল পেতে এসব আবশ্যক নয়)। তারপরেও এধরণের ইন্টারভিউ তাকে খেলো করে বলেই ধারণা। এটা শুধু ব্যক্তি ইউনুসকে নয় বাংলাদেশকেও বিশ্বের সামনে ছোট করে।
কেউ ছবি তোলা শেখার জন্য এলে অনেকেই বলে - যদি পাশের বাড়ির কুকুর তোমার ছবি দেখে লেজ নাড়তে শুরু করে তা দেখে ভাবার কারণ নেই যে তুমি খুব ভালো ছবি তুলেছ। যদি কেউ ৫, ১০ বা ৫০ বছর দেশ চালানোর জন্য ডঃ ইউনুসের কাছে বায়না ধরে তারপরেও ভাবার কারণ নেই যে দেশ ভালভাবে চলছে। তবে মাত্রা জ্ঞান ব্যাপারটা জন্মগত। কারো সেটা থাকে, কারো থাকে না।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৫
Subscribe to:
Comments (Atom)