বাংলাদেশের রাজনীতিবিদরা কি জন্ম থেকেই হিপোক্র্যাট নাকি ক্ষমতায় গেলে হিপোক্র্যাট হয়? যখন বিরোধী দলে থাকে তখন দ্রব্যমুল্য, ট্যাক্স, ভ্যাট, ধর্ষণ, নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি - যে কোন ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনকে এরা সমর্থন দেয়, এসব আন্দোলন গণতান্ত্রিক ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলন বলে চিহ্নিত হয়। কিন্তু যখন তারা হুক্কা হাতে দুই পা তুলে ক্ষমতার আসনে বসে তখন এসব আন্দোলনই কেমন করে যেন স্বৈরাচারের পক্ষে চলে যায়, নব্য স্বইরাচারীরা পুলিশ দিয়ে এসব আন্দোলন ভন্ডুল করার চেষ্টা করে। রাজনীতিবিদদের এই অসততা, এই স্ববিরধিতা রাজনীতিকেই কলুষিত করছে বার বার। এই শেকল ভাঙবে কে?
দুবনা, ১৯ মার্চ ২০২৫