Sunday, March 30, 2025

ঈদের শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা শুভেচ্ছার ঈদ
ভরা পেটে গরীবের চোখে আসুক নিদ 
শ্রমিকের বেতন আসুক আসুক বোনাস 
ফসলের ন্যায্য দামে মিটুক কৃষকের আশ

মস্কো, ৩০ মার্চ ২০২৫

ভেজাল বিপ্লব

যে দেশে সব কিছু ভেজাল সেখানে বিপ্লব কি করে নির্ভেজাল হবে? যে সাধারণ মানুষের স্বার্থের কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলন আজ তারাই সবচেয়ে বঞ্চিত। নেতারা যেখানে হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার করে সাধারণ মানুষ সেখানে ন্যায্য বেতন পায় না, ঈদের বোনাস পায় না। আগে বিপ্লব কৃষক শ্রমিকের রাজ কায়েম করত, এখন বিপ্লব নব্য জমিদারের জন্ম দেয়। 

মস্কোর পথে, ৩০ মার্চ ২০২৫

Friday, March 28, 2025

চাওয়া পাওয়া

জনগণ চায় স্বৈরাচারের অবসান। ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো চায় আওয়ামী স্বৈরাচারের অবসান। তারা স্বৈরাচারের অবসান চায় না। কারণ সেটা হবে ধর্মীয় বা সর্বহারার একনায়কতন্ত্র (স্বৈরাচার) প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। জনগণকে তাই সব ধরণের রাজনৈতিক দলের চাওয়া পাওয়া সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে।

দুবনা, ২৮ মার্চ ২০২৫

Wednesday, March 26, 2025

এক ও অদ্বিতীয় স্বাধীনতা

শুধু লোক আর লোক, বানের জলের মত আসছে মানুষ। বলতে গেলে খালি হাতে, এক কাপড়ে। তরা ঘাটে ফেরী পার হয়ে আমাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে দূরে আরও দূরে। পেছনে রেখে যাচ্ছে গতরাতের দুঃসহ স্মৃতি। গ্রামের লোকজন যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাদের দিকে। আমরাও গ্লাসে দুধ বা জল নিয়ে দিচ্ছি ঢাকা থেকে পলায়ন পর লোকদের। বাবা নারায়ণগঞ্জ গেছেন ব্যবসায়িক কাজে। এ নিয়েও বাড়িতে চিন্তার শেষ নেই। এরপর শুরু হবে দীর্ঘ নয় মাসের এক অন্য জীবন। স্বজন হারানোর ভয় আর নতুন দেশে নতুন করে জীবন গড়ার আশা। নতুন দেশ পেয়েছে জাতি কিন্তু নতুন জীবন কি পেয়েছে? ত্রিশ লাখ মানুষের রক্ত কি নতুন জীবনের জন্য যথেষ্ট নয়? সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এক ও অদ্বিতীয় স্বাধীনতা!!!

দুবনা, ২৬ মার্চ ২০২৫

Tuesday, March 25, 2025

প্রস্থান

চলে গেলেন সনজীদা খাতুন। বাংলাদেশের সংস্কৃতি জগতে তিনি ছিলেন সিরিয়াসের মতই এক উজ্জ্বল নক্ষত্র। আমরা যারা সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করেছি এবং রুচিরা আপার সাথে পরিচিত ছিলাম, তাদের কাছে শিল্পী ও সংগঠকের বাইরেও তাঁর আরও একটা পরিচিতি ছিল - তিনি রুচিরা আপার মা। আমার অনেক বন্ধুই তাদের পরিবারের সাথে বিভিন্ন ভাবে ঘনিষ্ঠ ছিল, সেই সুত্রেও সেই ষাটের দশক থেকেই এই মহীয়সী মহিলার সংগ্রামের কথা কমবেশি জানি। এমনকি ২৪ এর পরিবর্তনের পর যে কটি সংগঠন এখনও বাংলা সংস্কৃতির প্রদীপ জ্বালিয়ে রেখেছিল এবং কোন ভাবেই নিজেকে কলুষিত করেনি তাদের অন্যতম ছায়ানট। মানুষ ততদিন পর্যন্তই বেঁচে থাকে যতদিন তাঁর কাজ অন্যদের পথ দেখায়। সেই আলো বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর অগণিত ছাত্রছাত্রীর, শুভানুধ্যায়ীর। দীর্ঘদিন ধরে যে আলোর মশাল তিনি বয়ে নিয়ে গেছেন আশা করি তাঁর গুনগ্রাহীরা সেটা এগিয়ে নিয়ে যাবে। একমাত্র সেটাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সব প্রস্থান প্রস্থান নয়, অনে প্রস্থান নতুন আঙ্গিকে ফিরে আসা। আপনাকে মনে থাকবে।

দুবনা, ২৫ মার্চ ২০২৫

Sunday, March 23, 2025

রাজনীতি

হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া যায়, বিত্তশালী হওয়া যায় কিন্তু সুশিক্ষিত ও সংস্কৃতিবান হওয়া যায় না। একই ভাবে হুট করে ক্ষমতা দখল করা যায় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রজ্ঞাবান রাজনীতিবিদ হওয়া যায় না। সমন্বয়করা সেটা হাতেনাতে প্রমাণ করে দিল।

মস্কো, ২৪ মার্চ ২০২৫

Saturday, March 22, 2025

ইতিহাসে স্থান

ঐতিহাসিক বিচারে ২০২৪ এর বিপ্লবে লাভবান হবে মনে হয় মীর জাফর ও মোশতাক। কারণ এতদিন পর্যন্ত এই দুজনের স্থান ছিল ইতিহাসের আঁস্তাকুড়ে। কিন্তু সব দেখে মনে হয় বর্তমানে যারা ২০২৪ এর বিপ্লবের হালুয়া রুটি খাচ্ছে ক্ষমতার লম্বা টেবিলে বসে এমনকি ইতিহাসের আঁস্তাকুড়েও তাদের স্থান হবে না। এদের হাত ধরে মীর জাফর, মোশতাক কিছুটা হলেও জাতে উঠবে।

দুবনা, ২২ মার্চ ২০২৫

Friday, March 21, 2025

তালিকা সমাচার

শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকায় শেখ মুজিবুর রহমান সহ চার শ' নেতার নাম থাকবে না। লীগ আমলে মুক্তিযোদ্ধা বা রাজাকার কারোরই সঠিক তালিকা প্রস্তুত হয়নি। এই বার যদি রাজাকারদের সঠিক তালিকা প্রস্তুত হয়!

দুবনা, ২১ মার্চ ২০২৫

রাজনীতি

সব দেখে মনে হয় বাংলাদেশে নতুন রাজনৈতিক নেতাদের প্রমোট করা হচ্ছে ক্রিকেটের স্টাইলে। কোন এক ক্রিকেটার সেঞ্চুরি করলে বা ফাইফার নিলেই যেমন রাতারাতি গ্রেট হয়ে যায় চব্বিশের ছাত্র বিপ্লবীদের তেমনি মহান রাজনৈতিক নেতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। ক্রিকেটারদের মত এরাও তারকা রোগে আক্রান্ত। ক্রিকেটারদের পরিণতি আমরা জানি। এখনও সময় আছে শিক্ষা নেবার। ফ্লপ করতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না।

দুবনা, ২১ মার্চ ২০২৫

Thursday, March 20, 2025

আমি ও আমরা

একজন প্রশ্ন করল চিন্তা চেতনায় বিশ্বাসী মানুষ বাংলাদেশে আছে কি না। আছে। আমাদের দেশে প্রায় প্রতিটি মানুষ বিশ্বাস করে তার যেকোনো ব্যর্থতার জন্য দায়ী পাশের যেকোনো সফল বা ব্যর্থ মানুষ। নিজের ব্যর্থতায় অন্যকে দায়ী করার সংস্কৃতি জাতীয় পর্যায়ে স্থান পেয়েছে। ফলে দেশের সব সমস্যার দায় ভারতের, পাকিস্তানের, রাশিয়ার, আমেরিকার, চীনের। আওয়ামী লীগের ব্যর্থতার জন্য দায়ী বিএনপি, জামাত, বিএনপির জন্য আওয়ামী লীগ, জামায়াতের জন্য আওয়ামী স্বৈরাচার। এক কথায় আমাদের দেশে আমি ও আমরা ছাড়া সবাই দায়ী।

দুবনা, ২০ মার্চ ২০২৫

Wednesday, March 19, 2025

প্রশ্ন

বাংলাদেশের রাজনীতিবিদরা কি জন্ম থেকেই হিপোক্র্যাট নাকি ক্ষমতায় গেলে হিপোক্র্যাট হয়? যখন বিরোধী দলে থাকে তখন দ্রব্যমুল্য, ট্যাক্স, ভ্যাট, ধর্ষণ, নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি - যে কোন ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনকে এরা সমর্থন দেয়, এসব আন্দোলন গণতান্ত্রিক ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলন বলে চিহ্নিত হয়। কিন্তু যখন তারা হুক্কা হাতে দুই পা তুলে ক্ষমতার আসনে বসে তখন এসব আন্দোলনই কেমন করে যেন স্বৈরাচারের পক্ষে চলে যায়, নব্য স্বইরাচারীরা পুলিশ দিয়ে এসব আন্দোলন ভন্ডুল করার চেষ্টা করে। রাজনীতিবিদদের এই অসততা, এই স্ববিরধিতা রাজনীতিকেই কলুষিত করছে বার বার। এই শেকল ভাঙবে কে?

দুবনা, ১৯ মার্চ ২০২৫

Saturday, March 15, 2025

সততা

(আওয়ামী) লীগ আমলে অনেককেই বলতে শুনতাম বিএনপি এলে দেশে থাকা যাবে না। তাই নির্বাচনের নামে প্রহসন তারা মনে না নিলেও মেনে নিত। ফলাফল কী হল? বিএনপি ঠেকাতে গিয়ে জামাত শিবির এলো। নদীকে নিজের মত করে প্রবাহিত হতে না দিলে সে বন্যার আকারে ফুঁসে ওঠে সব ভাসিয়ে নিয়ে যায়। রাজনীতিও তাই। তাকে যদি নির্বিঘ্নে চলতে দেয়া না হয় শাসকদের বিরুদ্ধে জনগণের সম্মিলিত ঘৃণা এতটাই তীব্র হয় যে সে তখন ভালোমন্দ বিচার না করে যে কারো হাতে দেশের শাসনভার তুলে দিতেও দ্বিধা বোধ করে না। অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায় রোধ করা যায় না। অন্যায়কে সময় মত অন্যায় না বলতে শিখলে একদিন আরও বেশি বিপদের মুখোমুখি হতে হয়।

দুবনা, ১৫ মার্চ ২০২৫

Friday, March 14, 2025

প্রশ্ন

ছোটবেলায় অনেকে মিলে গাছে ঝাঁকি দিয়ে আম, বড়ই এসব পারতাম। আর তখন সবাই জানতাম যে ঝরে পড়া ফল তার পকেটেই যাবে যে হয় চতুর না হয় ভালো দৌড়ায় না হয় শক্তিশালী। যারা বলে জুলাই আগস্টের আন্দোলনের ফসল যে এভাবে বেহাত হয়ে যাবে সেটা জানত না তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়।

দুবনা, ১৪ মার্চ ২০২৫

Saturday, March 8, 2025

শুভেচ্ছা

যারা নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করে তাদের সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। 

দুবনা, ০৮ মার্চ ২০২৫

চোকার

গন্তব্য এক হলেই যে লক্ষ্য এক হবে এমন কোন কথা নেই। একই বাসে বা ট্রেনে শত শত লোক ধরুন ঢাকা যাচ্ছে। এরা কেউ কারো পরিচিত নাও হতে পারে। যাত্রা কালে গাড়ি যাতে দুর্ঘটনায় না পড়ে এ ব্যাপারে সবাই একমত হলেও ঢাকায় পৌঁছে যে সবাই একই কাজ করবে তার কোন মানে নেই। উল্টো তারা ভিন্ন ভিন্ন লক্ষ্যেই চলে যায়। এবারের আন্দোলন হয়েছে এমনটাই। বিভিন্ন স্টেশনে বিভিন্ন জন যোগ দিয়ে আন্দোলন শক্তিশালী করলেও সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক বোঝাপড়া না থাকায় অনেকের কাছ থেকেই আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এর ফলে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তথাকথিত প্রগতিশীল ও বাম আন্দোলন। আজ বাংলাদেশের নারী নির্যাতন যেভাবে বাড়ছে, শ্রমিকদের অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে তাতে মনে হয় বামদের বিগত দিনের সমস্ত আন্দোলন, সমস্ত শ্রম পণ্ডশ্রম। আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীদের অভিনন্দন জানাতে গিয়ে যারা নারীদের অধিকার রক্ষায় সবচেয়ে বেশি ভোকাল তাদের উদ্দেশ্যে একটা শব্দই মনে আসছে - চোকার।

দুবাই, ০৮ মার্চ ২০২৫

Thursday, March 6, 2025

বসন্ত

এবার আমাদের শীতটা একেবারেই জমেনি। আমি সবসময়ই অপেক্ষা করি প্রচুর বরফের যাতে মন ভরে ছবি তুলতে পারি। এবার বরফের টিকি মাঝেমধ্যে দেখা গেলেও তাতে পটল বা বেগুন ঝুলানোর ফুসরত পাইনি। তাই জানুয়ারি থেকেই অপেক্ষা করেছি কবে প্রথম ফুল ফুটবে সেটা দেখার জন্য। গত তিনদিন রাতে যেভাবে বরফ পড়ছিল তাতে মনে হয়েছিল মার্চ মাসে নভেম্বর ফিরে আসছে আর চার মাসের ট্রাফিক জ্যাম কাটিয়ে শীত শেষ পর্যন্ত চলে এসেছে এই এলাকায়। তাই আজ যখন বাগানের দিকে পা বাড়ালাম কোন আশা ছিল না অপ্রত্যাশিত কিছু দেখার। তবে প্রকৃতি আমাকে নিরাশ করেনি। দেখি একটি পাদস্নেঝনিক বা স্নোড্রপ মাথা দুলিয়ে হাসছে। বসন্ত এসে গেছে।

দুবনা, ০৬ মার্চ ২০২৫

Tuesday, March 4, 2025

চোখ

ক্ষমতায় গেলে সবাই মনে হয় নবজাতক বনে যায়। সবাই নিজেদের নিষ্পাপ শিশু মনে করে। অনেকের তো চোখই ফুটে না। ফলে নিজেদের অপরাধ, ব্যর্থতা এসব তাদের চোখে পড়ে না। কারও কারও আবার চোখ ফুটলেও ভিন্ন সমস্যা - কাছের জিনিস দেখে না। ফলে অন্যদের দোষ চোখে পড়লেও নিজেদের দোষ চোখে পড়ে না। ক্ষমতার মনে হয় চোখের দোষ অথবা সব দোষ চোখের ডাক্তারদের যারা সময় মত ক্ষমতার চোখ ফুটিয়ে দেন না।

দুবনা, ০৪ মার্চ ২০২৫

Sunday, March 2, 2025

অনুভূতি

ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদীদের কাছে দল বিক্রি করে শেখ হাসিনা নিজের এবং দেশের বিপদ ডেকে এনেছিলেন, একইভাবে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা যুদ্ধবাজদের কাছে সাধারণ মানুষের স্বার্থ বিক্রি করে ইউক্রেন, পশ্চিমা বিশ্ব তথা সমগ্র বিশ্বের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ নামক এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন যে অরাজকতা চলছে তা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমা বিশ্ব এখনও নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। 

মস্কো, ০৩ মার্চ ২০২৫

নিয়তি

বর্তমানে ইউক্রেন সহ পশ্চিমা বিশ্বের সবচেয়ে অপছন্দের শব্দ হল রাশিয়ান। যা কিছু রাশিয়ান তাই ঘৃণা করা বা নিষিদ্ধ করা এখন পশ্চিমা এলিটদের অন্যতম প্রধান কর্তব্য। তবে নিয়তির কি নির্মম পরিহাস যে এটা করতে গিয়ে তারা যে নিজ নিজ দেশ, জাতি এমনকি বিশ্বের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলছে সেটা তাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তারা জ্যাকপটের আশায় একের পর এক বাজী রেখেই যাচ্ছে। মরছে সাধারণ মানুষ। ইউক্রেনে ও রাশিয়ায় গুলিতে, অন্যান্য দেশে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হয়ে। একেই বলে সভ্যতা।

মস্কোর পথে, ০২ মার্চ ২০২৫

Saturday, March 1, 2025

ভাবনা

গণ মৈত্রী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কারণে আমার বিভিন্ন দেশ ও জাতির মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আরব - কারা না ছিল সেখানে? প্রতিটি আরব দেশের মানুষ তা সে ইরাক, মিশর, সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান বা যে দেশেরই হোক না কেন আগে নিজেদের আরব ভাবে তারপর মুসলমান বা অন্য ধর্মের। একই ভাবনা দেখেছি অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রেও। শুধু ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাঙালির ক্ষেত্রে সেটা বদলে গেছে। সে এখনও ব্যস্ত বাঙালি না মুসলমান সেই প্রশ্নের উত্তর খুঁজতে। অথচ সে যদি আরবদের মত নিজেকে বাঙালি বলে ভাবত তাহলে সে আজ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ধারক ও বাহক হত। এতে শুধু যে সে লাভবান হত তাই নয় দেশও উন্নত ও স্থিতিশীল হত। 

দুবনা, ০১ মার্চ ২০২৫