কয়েক দিন আগে "মানুষ এখন হেলিকপ্টারে করে গ্রামে যায়" শুনে থমকে গেছিলাম। সম্বিৎ ফিরলে বুঝতে পারি যে কথাটা মোটেই মিথ্যে নয়। আমাদের দেশের লাখ লাখ মানুষ আজ বিদেশে কাজ করে। তাদের বেশির ভাগই গ্রাম থেকে। বিদেশে তারা অড জব করে, দেশে নিয়মিত টাকা পাঠায় আর প্লেনে করেই বাড়ি ফেরে। বিদেশ থেকে ঢাকা পর্যন্ত পথটা এতটাই লম্বা যে ঢাকা থেকে গ্রামের দূরত্ব অবহেলা করলে সেটা গাণিতিক বিবেচনায় ভুল হয় না। আর এভাবেই অনেক আপাত মিথ্যাও সত্য বলে প্রচার করাই যায়।
দুবনা, ২৯ আগস্ট ২০২৩
No comments:
Post a Comment