সমতা বলতে আমরা সাধারণত মাথাপিছু সম্পদের সমান বা কমবেশি ন্যায্য বন্টন বুঝি, কিন্তু কখনোই কার মাথার ভেতরে কি আছে সেটা আমলে নেই না। মাথার সাথে সাথে যদি তার ভেতরের বস্তু, মানে মেধা, কর্মোদ্যম এসব মাথায় রেখে সম্পদের বন্টন করা হয় তাহলেই সেটা হবে সত্যিকারের সাম্য। কারণ তাহলেই সবার জন্য নূন্যতম অধিকার নিশ্চিত করার পাশাপাশি উদ্যোগী, কর্মঠ ও মেধাবী মানুষের জন্য স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের পথ খোলা থাকবে।
দুবনা, ১৩ আগস্ট ২০২৩
No comments:
Post a Comment