Wednesday, August 30, 2023

ভাষা

আমাদের দেশে ডান বাম সবাই প্রতিপক্ষকে, বিশেষ করে সরকারি দলকে ফ্যাসিস্ট বলে গালি দেয়। সোভিয়েত ইউনিয়নে না এলে আর ফ্যাসিবাদ সম্পর্কে না জানলে হয়তো সেটাকে হজম করে নিতাম। কিন্তু এখন এসব কথা শুনলে বিশেষ করে বাম ঘরানার রাজনীতিবিদদের তাত্ত্বিক পড়াশুনার মান দেখে খারাপ লাগে। একই ভাবে আমেরিকায় ঢালাও ভাবে সবাইকে বাম বা কমিউনিস্ট বলে গালি দেয়া হয়। আশির দশকের শেষ বা নব্বুইয়ের দশকের শুরুতে রাশিয়ায় ডেমোক্র্যাট ছিল সম্মানিত শব্দ যা এখন আসল অর্থ হারিয়ে প্রায় গালিতে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট, কমিউনিস্ট, বাম এসবও বোধ হয় সে পথেই এগুচ্ছে।

দুবনা, ৩০ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment